মধ্যনগর থানা পুলিশের সম্প্রীতি সভা অনুষ্ঠিত
মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের উদ্যোগে সস্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১২টায় মধ্যনগর থানা অফিস কক্ষে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সজীব রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ (ধর্মপাশা সার্কেল)।
সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার, মধ্যনগর উপজেলার যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহিদ, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্ববায়ক সাজিবুল হক তালুকদার, জামাত ইসলাম, মধ্যনগর উপজেলার শাখার পক্ষ হইতে মজিবুর রহমান সাগর, ইসলামী আন্দোলন মধ্যনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, হেফাজতে ইসলাম মধ্যনগর শাখার সহ-সভাপতি মাওলানা আবুল হাসান আকঞ্জি (ইমাম বড় মসজিদ, মধ্যনগর বাজার), মধ্যনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরন তালুকদার, ছাত্র সমন্বয়ক মধ্যনগর শাখার রাব্বি ও অপি আহমেদ, মধ্যনগর উপজেলার ০৪টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী সহ ক্ষুদ্র নৃ-গোষ্টির প্রতিনিধি এবং মধ্যনগর উপজেলার রাজনীতিবিদ, সমাজসেবক, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ধর্মালম্বী সহ বিভিন্ন স্তরের শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মধ্যনগর থানা এলাকার সকল ধর্মের লোকজন সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্ববান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন অপপ্রচার বা পোষ্টকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য সবাইকে সজাগ থাকার আহ্ববান জানান। বক্তারা তাহাদের বক্তব্যে কোন উস্কানীমূলক বক্তব্য বা অসত্য সংবাদের ভিত্তিতে কোন ধরনের সংহিসতায় না জড়ানোর জন্য সকলকে আহ্ববান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।