নবীগঞ্জে দু’দিন ধরে তিন্নী রানী দাশ নিখোঁজ
![](https://dainiksylhet.com/images/icon.jpg)
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের প্রনজিত দাশের কন্যা তিন্নী রানী দাশ গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় নিজ বাড়ী হতে বের হয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করে সন্ধ্যান না পাওয়ায় তার পিতা প্রনজিত দাশ বুধবার (৪ ডিসেম্বর) নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে উল্লেখিত মোবাইল নাম্বারে (০১৭২০-২০৩২১৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন