সুনামগঞ্জে টিআরসি নিয়োগ বিষয়ে ব্রিফিং
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) নিয়োগ পরীক্ষায় (সেপ্টেম্বর-২০২৪) প্রাথমিকভাবে নির্বাচিতদের চুড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদানে ব্রিফিং করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন। পরে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের অনুভূতি তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ দে, আল-হেলাল, মাহবুবুর রহমান পীর, শাহজাহান চৌধুরী, হিমাদ্রি শেখর ভদ্র, রাজু আহমেদ রমজান, শহীদনূর আহমদ, দেওয়ান গিয়াস চৌধুরী, আসাদ মনি, তানভীর আহমদ প্রমুখ।
পরে পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন ও সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানালে আবেগাপ্লুত হয়ে পড়েন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা। আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এই নিয়োগ তাদের জীবনে নতুন অধ্যায় রচনা করেছে।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বুধবার রাতে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। স্বচ্ছতা-যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হন ৭২ জন প্রার্থী। এরমধ্যে সাধারণ কোটায় ৬৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় দুইজন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন।
এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে সাধারণ কোটায় ১১ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন।
উল্লেখ্য, পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এ জেলার ২ হাজার ৫শ ১০ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই ও মাঠ পরীক্ষার মাধ্যমে ৫শ ৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ২শ ৩ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।