সচেতন মানবাধিকার সমুন্নত রাখতে ভয়েস ফর জাস্টিস’র যাত্রা শুরু
শাবিপ্রবি প্রতিনিধি
দেশব্যাপী শিক্ষা, সংস্কার, সচেতনতা ও মানবাধিকার সমুন্নত রাখতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষার্থী নিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’র নতুন যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হাসান নাঈম, ভয়েস ফর জাস্টিসের সদস্য সচিব মোমিনুর রশিদ শুভ, যুগ্ন আহবায়ক খালেদ আহমদ উসমানী, সাধারণ সদস্য সজিব আহমেদ জয় প্রমুখ।
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে সদস্য সচিব ও শাবিপ্রবি পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী মমিনুর রশিদ শুভ বলেন, বৈষম্যহীন সমাজ, নাগরিক সচেতনতা ও দেশের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা ভয়েস রেইজ করবো। রাষ্ট্রের নাগরিকদের অধিকার সমুন্নত রাখা ও ভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে নাগরিকদের স্বার্থে কাজ করা আমাদের অন্যতম লক্ষ্য।
তিনি আরো বলেন, ‘এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এইবসংগঠন থেকে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারবেনা।’ দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এই সংগঠনের মাধ্যমে কাজ করব।’