তাহিরপুরে পিআইসি গঠনের উদ্দেশ্যে কৃষকদের নিয়ে গণশুনানি
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ২০২৪-২৫ অর্থ বছরে কাবিটা স্কীম বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পিআইসি গঠনের উদ্দেশ্যে বাঁধের নিকটবর্তী ও প্রকৃত কৃষকদের নিয়ে এই শুনানী হয়।
শুনানিতে সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি আবুল হাসেম।
এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক নুরুল ইসলাম, পাউবো এস/ও মনির হোসেন, ইউনিয়ন জামায়েতে আমির শফিকুল ইসলাম, উপজেলা মনিটরিং কমিটির সদস্য কৃষক প্রতিনিধি লুতফর রহমান, মৎস্যজীবি প্রতিনিধি এমরান হোসেন, ছাত্রপ্রতিনিধি রাহুল, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।