রাজনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কামরুল আহমদ, রাজনগর প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে রাজনগর উপজেলার দি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজনগর উপজেলা সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রাজনগর উপজেলা শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি শ্রমিক নেতা আলাউদ্দিন শাহ।
নবনির্বাচিত সভাপতি শেখ মু শাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী রাজন আহমদ টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মৌলভীবাজার জেলার সাবেক প্রধান উপদেষ্টা জননেতা মু আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর উপজেলা প্রধান উপদেষ্ট আবুর রাইয়ান শাহিন, আব্দুল মুমিত। রাজনগর উপজেলা উপদেষ্টা জননেতা দেলওয়ার হোসাইন বাবলু, ফেডারেশনের রাজনগর উপজেলা উপদেষ্টা জননেতা মিছবাহ উল হাসান, আইয়ুব আলী, জাহাঙ্গীর আহমদ মুহিত, আব্দুর রউফ লিটন, সাবেক উপজেলা সেক্রেটারী তারেক আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা বেলাল আহমদ, মাও জাকারিয়া আহমদ ফুজায়েল আহমদ ও আব্দুল আজিজ মেম্বার প্রমুখ।