সুনামগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বড়ছড়া এলাকা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
অস্ত্রধারীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বড়ছড়া শুল্ক স্থল বন্দরে অবস্থিত মেসার্স শামীম ট্রেডার্সের কয়লা-পাথর ডিপোর অব্যবহৃত অফিসে বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে প্রাণঘাতি একটি লং রেঞ্জ শ্যুটিং রাইফেলসহ ৩ জনকে আটক করা হয়। তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প সদস্যরা অভিযানে সহযোগিতা করে।
আটককৃতরা হলেন-তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়া বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহমেদ (২১), একই গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া (২৩) এবং নুর মোহাম্মদের ছেলে রাসেল মিয়া (২৫)।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বড়ছড়া গ্রামের আবুল কাশেমের ছেলে নাজমুল হোসেন গত ৫ ডিসেম্বর অস্ত্রটি ৩ জনের কাছে রেখে যায়। অস্ত্রটি দিয়ে স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখানো ও সন্ত্রাসী কাজে ব্যবহার করা হতো বলেও তারা জানিয়েছেন। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি দুরপাল্লার শ্যুটিং রাইফেল বলে অনুসন্ধানে জানতে পারে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর সদর দপ্তরে শুক্রবার রাত ৮ টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন, সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে কোন অবৈধ পণ্য, মাদক কিংবা অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে সেজন্য টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোরহস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিজিবির এই উচ্চপদস্থ কর্মকর্তা।