বছরে ১২০০ কোটি টাকার শর্তে নাইকির সঙ্গে ১২ বছরের চুক্তি ব্রাজিলের
দৈনিকসিলেটডেস্ক
বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে আরও ১২ বছরের জন্য চুক্তি করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এতে করে ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি বলবৎ থাকবে ২০৩৮ সাল পর্যন্ত। নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত।
নতুন চুক্তির মূল্য ১০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা। পাশাপাশি ব্রাজিলের জার্সি বিক্রি থেকে রয়্যালটির টাকাও পাবে ফুটবলের সফলতম দলটি। এই শর্ত অবশ্য আগের চুক্তিতে ছিল না। নতুন এই চুক্তির পর প্রথমবারের মতো লাইসেন্স করা পণ্যের এবং বিশ্বজুড়ে অনুমোদিত দোকান চালুর অনুমতি দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ নাইকির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে বলেছেন, ‘এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকে প্রমাণ করে। এটি ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং সফল অংশীদারিত্বের একটি। একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদ্যাপন চালিয়ে যাব এবং জোগো বনিতোর ঐতিহ্যকে ধরে রাখব।’
এই চুক্তি নিয়ে নাইকির লাতিন আমেরিকা অঞ্চলের সহসভাপতি ডং বাওয়েল বলেছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে আমাদের পুরোনো প্রতিশ্রুতি আরও শক্তিশালী হলো।’
এই চুক্তি শুধুমাত্র ব্রাজিলের পুরুষ এবং মহিলা জাতীয় ফুটবল দল নয়, বরং বিচ ফুটবল এবং ফুটসলাল দলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। ব্রাজিল ছাড়াও নাইকির স্পনসর করা জার্সি পরে খেলতে দেখা যায় অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়ারকে।