হবিগঞ্জে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক
দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ৫ টাকা টমটম ভাড়া নিয়ে দুই গ্রামের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজার থেকে সাতপাড়িয়া গ্রামে চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নির্ধারিত ৫ টাকা।
তবে চালকরা প্রায়ই ১০ টাকা দাবি করেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে কবিরপুর গ্রামের এক ইজিবাইক চালক সাতপাড়িয়া গ্রামের এক যুবকের কাছে ১০ টাকা ভাড়া চাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে মৌচাক এলাকায় হাতাহাতি শুরু হয়। এর জেরে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।