সুনামগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হলরুমে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর গবেষণা কর্মকর্তা মো.মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা অতীশ দর্শী চাকমা এসময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা প্রশিক্ষণে গ্রাম পুলিশের করণীয় নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম।