মাধবপুরে বেগম রোকেয়া দিবস পালিত
মাধবপুর প্রতিনিধি
“নারী-কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদেএসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফয়সাল চৌধুরী, সাফিয়া খাতুন, ডলি প্রভা রায়, এসআই নাজমুল হক প্রমূখ।
সভা শেষে এবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী পাঁচ জন জয়িতা, লাকী রাণী শীল, ডলি প্রভা রায়, বকুল দেবনাথ, হালিমা আক্তার ও সাফিয়া খাতুন এর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।