হবিগঞ্জে ৫ টাকার জন্য চার ঘন্টা সংঘর্ষ, গ্রেফতার ৫
দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবলে ইজিবাইক ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ এ পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পরে সেখান থেকে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাতপাড়িয়া গ্রামের আব্দুল হান্নান (৫০), মোস্তফা মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫), উস্তার মিয়া (২৮) ও কবিরপুর গ্রামের সাগর মিয়া (২০)।
এর আগে রোববার (৮ ডিসেম্বর) ইজিবাইক ভাড়া নিয়ে ইজিবাইক চালক ও যাত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এর জেরে দুই গ্রামবাসীর মধ্যে চার ঘণ্টার সংঘর্ষে শতাধিক লোক আহত হয়।
পুলিশ জানায়, রোববার সকালে কবিরপুর গ্রামের এক যাত্রী সাতপাড়িয়া গ্রামের চালকের ইজিবাইকে ওঠেন। গন্তব্যে যাওয়ার পর তিনি ১০ টাকা ভাড়া দেন। তবে চালক ১৫ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে তাদের পক্ষ নিয়ে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মৌচাক এলাকার রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।