দ্বিতীয় শিরোপা নিয়ে দেশে ফিরেছে জুনিয়র টাইগাররা
দৈনিকসিলেট ডেস্ক :
এমন স্বাদ আসুক বারবার। এমন শিরোপায় ভরে উঠুক ড্রেসিং রুম। কিন্তু এমন শিরোপা তো বড়দের হাত ধরে আসছে না। যতটুকু সাফল্য তার পুরোটাই জুনিয়রদের। বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সেই শিরোপা নিয়ে দেশে ফিরেছে গতকাল রাতে।
দুবাইয়ের মাটিতে ভারতকে হারিয়ে জেতা শিরোপা নিয়ে গতকাল রাতে দেশে ফিরেছে আজিজুল হাকিম তামিমের বাহিনী। আর শিরোপাজয়ী দলকে বিমানবন্দরে বরণ করে নেন বিসিবির কর্তারা। এর আগে রবিবার ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান ক্রিকেটের সেরা হয় বাংলার যুবারা।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটাই অবতরণ করে যুব এশিয়া কাপ দলের বহণকারী বিমান। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির কয়েকজন পরিচালকরা। এদিকে বিসিবির থেকে সংবর্ধনা ডিনারের ব্যবস্থা থাকবে ক্রিকেটার কোচদের জন্য। আর ক্রীড়া মন্ত্রণালয় ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তবে বিসিবির পক্ষ থেকে এখনো পুরস্কারের কোনো ঘোষণা আসেনি। তবে বিসিবি সভাপকি ফারুক আহমেদ দেশে ফিরলে হয়তো ঘোষণা হতে পারে পুরস্কারের পরিমাণ।
এর আগে গত বছর অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা। প্রথমবার শিরোপা জয়ের সেই স্বাদ পুরো দেশকে আবারও এনে দিল আজিজুল হক তামিমের দল। তবে এবার বেশি উৎসাহ ছিল ম্যাচটি ঘিরে। কেননা ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত।