নবীগঞ্জে পিকআপ, ছিনতাই গাড়িসহ মালামাল উদ্ধার
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর বাজার সামনে পিকআপ গাড়িসহ মালামাল ছিনতাই করে নিয়ে যায় একদল ছিনতাইকারীরা। ছিনতাই হওয়া গাড়িসহ মালামাল উদ্ধার করল নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে ঢাকা সিলেট মহাসড়কে সিলেট থেকে চুনারুঘাটগামী পিকআপ ( ঢাকা মেট্র ১২-৫০৯১) গাড়িতে মুদি দোকানের মালামাল পরিবহনের সময় একটি প্রাইভেট কারে করে ৫/৬ জন লোক গাড়ির গতিরোধ করে। পিকআপের চালক মামুন মিয়াকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেট গাড়িতে উঠিয়ে মালামাল সহ পিকআপ গাড়ি নিয়ে চলে যায়। পিকআপের চালক মামুনকে নিয়ে প্রাইভেট গাড়িতে নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে নবীগঞ্জ বিজনা ব্রীজের আশেপাশে ঢাকা সিলেট মহাসড়কে চালককে নামিয়ে দিয়ে বলে যা তুই চলে যা। চালক মামুন জীবন বাচাতে বিজনা ব্রীজের পাশ থেকে দৌড়ে পালিয়ে যায়।এবং ঘটনার বিষয়ে তার পরিবার সহ মালামালের মালিক মাও: আহমদ আলীকে জানায়।
পরবর্তীতে পুলিশকে জানানো হলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস,আই স্বাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মালামাল (ডাল ০৪ বস্তা, চিনি ৫৩ বস্তা, চিড়া ৫ বস্তা) এবং ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেট কার, মালামাল পরিবহনের পিকআপ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসে।উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই স্বাধীন।