মাধবপুরে ভারতীয় কসমেটিকস জব্দ
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’র নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদে ভিত্তিতে বুধবার সাড়ে ৯টায় উপজেলার জগদীশপুর ঢাকা- সিলেট মহাসড়ক থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করেছে।
এ সময় আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকসের মধ্যে স্ক্রীন সাইন ক্রিম ১৬ হাজার পিস, নিভিয়া বডি মিল্ক২০০ মিলি ৩৬৪ পিস, নিভিয়া সফট ক্রীম ১০০ মিলি ৮৪৪ পিস, পন্ডস ব্রাইট বিউটি ক্রীম ৫০ মিলি ২ হাজার ৪ শত ছাপ্পান্ন পিস, জনসন বেবি ক্রীম ১১ হাজার ৫ শত ৭২ পিস, বিভিন্ন প্রকার ক্রীম ও অয়েন্টমেন্ট ৩২০ পিস, ভক্সি কফ চকলেট ৮৯০ প্যাকেট সহ মোট ৩২ হাজার ৪ শত ২৬ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ইমদাদুল বারী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী গুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও তিনি আরও জানান, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালানবিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।