শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বাসদ ও চারণের কর্মসূচি
দৈনিকসিলেট ডেস্ক :
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে চৌহাট্টাস্হ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সন্ধ্যা ৬টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সকাল ১০টার ভোলানন্দ নৈশ্য বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা এক যুক্ত বিবৃতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সফল করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।