সিলেটের উন্নয়নে ঠিকাদাররাও সমান অংশীদার: সিসিক সিইও
দৈনিকসিলেট ডটকম
সিলেট সিটি করপোরেশনের বেশীর ভাগ উন্নয়ন কাজের সাথে ঠিকাদাররাও সমান অংশীদার বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সিলেট সিটি করপোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকারী কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের বেশীর ভাগ উন্নয়ন কাজ যেগুলো রয়েছে তার সব সিটি করপোরেশন করেনি। এই কাজগুলো করেছেন কন্ট্রাকটররা। যেকোনো উন্নয়ন কাজের শুরু থেকে জিনিসপত্র কেনাকাটা ও কাজ সম্পন্ন করার সমস্ত কাজই করেন তারা। যার ফলে সিলেটের উন্নয়নে সিসিকের সঙ্গে তারাও সমান অংশীদার।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে সিলেটের একটি হোটেলের হল রুমে সিটি করপোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
সিসিকের প্রধান নির্বাহী আরও বলেন, সিলেটের উন্নয়ন চলমান রয়েছে, অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ হবে। আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনারা সব সময় সুসংগঠিত থাকবেন। আমি আশা করি আপনারা আগামী দিনেও সিলেটের সকল উন্নয়ন কাজে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে সমান ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথম অধিবেশনে নবনির্বাচিত কার্যকরী কমিটির ২২ জনকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার জহির হোসেন তুহিন। বিগত দিনের আয়-ব্যয় হিসাব প্রধান করেন আহ্বায়ক দিলার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, এলজিইডি অ্যাসোসিয়েশন সভাপতি মাহমুদুল হোসেন তোফা, গনপুর্ত অ্যাসোসিয়েশন সভাপতি সোহেল আহমদ চৌধুরী, শিক্ষা অ্যাসোসিয়েশন সভাপতি আতাউর রহমান প্রমুখ।