সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পাথারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুত আইনে মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় অজ্ঞাতনামা তালিকায় গ্রেফতার করা হয়েছে চেয়ারম্যান শহীদুল ইসলামকে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে সুনামগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেব। মামলাটি সদর থানার।