সিলেটে ৪ ছিনতাইকারী পুলিশের খাঁচায়
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট নগরীতে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদরেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন-ওসমানীনগর উপজেলার কাটিপুর গ্রামের মোজাম্মিল আলীর ছেলে আবদুল মালিক রুহেল (২৮), তাহিরপুর উপজেলার বোরুরাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে পারভেজ আহমদ (২৫), নগরীর বাগবাড়ি নরসিংটিলার মৃত তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৩) ও বাগবাড়ি সোনার বাংলা আবাসিক এলাকার মো. কাজলের ছেলে মো. কয়েছ (৩০)।
তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৩ হাজার ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর বিকাল সোয়া ৪টায় সিলেট নগরীর তালতলাস্থ নূরজাহান হোটেলের সামনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব জালালাবাদ গ্রামের রানা মিয়ার ছেলে ওয়াহিদ হোসেন (১৯) ও তার চাচাতো ভাই ছিনতাইর শিকার হন। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়।