সুনামগঞ্জে পিটিআই বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি
সুনামগঞ্জ প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় পিটিআই বদ্ধভূমিতে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ.ম. আনোয়ার হোসেন খান এর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোধা রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ ইউনিটসহ বিভিন্ন দপ্তর, সামাজিক-সাংকৃতিক সংগঠনের পক্ষে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।