গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোয়াইনঘাট প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে ৫ম শ্রেণির পরীক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেয়। আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩০টি স্কুলের মোট ৮০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলছে।
শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।
পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির আহ্বায়ক ফারুক আহমদ বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, প্রতিবছর এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাতা মুল্যায়ণ করে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবং মেধাবী শিক্ষার্থীদের উক্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মানসম্মত পুরস্কার দেয়ার চেস্টা থাকবে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ আরও বড় পরিসরে নেয়া হবে।
পরীক্ষাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের কোষাধ্যক্ষ মোশাহিদ আলী, সহ সভাপতি কুদ্দুছ খান, সাবেক সভাপতি বদরুল ইসলাম, সহ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম।