কোম্পানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার জসিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুর্শেদ আলম প্রধান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব সিদ্দিকী আবুল আলা ও সদস্য লিটন মাহমুদ খান প্রমুখ।