বড়লেখায় এসপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের উত্তর চৌমুহনীস্থ সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে সোনার বাংলা প্রিমিয়ার লীগ (এসপিএল সিজন ১৬) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
আয়োজিত টুর্নামেন্টে উপজেলার ১৫টি দলের অংশগ্রহণে শুক্রবার সকাল ৯টায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি পুরস্কার দাতা মো. খালেদ আহমদ, ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, রানার্সআপ ট্রফি ও প্রাইজমানি দাতা শামীম আহমদ, ক্লাবের উপদেষ্টা আইনুল ইসলাম, ম্যান অব দ্যা ম্যাচ দাতা জামিল আহমদ। এতে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ইমরান আহমদ। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা জুড়ী ও বিয়ানীবাজারের ক্রিকেটারগণ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা গেছে।
আজ বিকেল ৩ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইয়াছিন ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চ্যালেঞ্জার ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করেন রুমেল আহমদ।
শনিবার ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও টিম ম্যানেজার জাহাঙ্গীর আলম শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক ও ব্যবসায়ী খালেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা শামীম আহমদ, আইনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক বাসু মিয়া, সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি রুবেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ, সহ-সভাপতি লিটন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এদিকে ব্যবসায়ী ও সমাজসেবক খালেদ আহমদের পৃষ্টপোষকতায় বিজয়ী দলকে দশ হাজার টাকা প্রাইজমানি এবং ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী শামীম আহমদ ও জয়নাল আবেদিনের পৃষ্টপোষকতায় রানার্সআপ দলকে সাত হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি প্রদান করা হয়।
উল্লেখ্য, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব (ইউসি) ২০০৬ সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসপিএলসহ বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনা করেছে তারুণ্য নির্ভর এই ক্লাব। তাছাড়া জেলার বিভিন্ন উপজেলায় টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্রীড়া নৈপূণ্য অব্যাহত রেখেছে।