মাধবপুরে বিদেশি মদসহ যুবক আটক
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিদেশি মদসহ বিজয় চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন উত্তর পাড়ার নরেশ চন্দ্র দাস এর পুত্র।
রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় মাধবপুর থানার এসআই আবুল মোবারক এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ০৯নং নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর পশ্চিম পাড়া এলাকায় ছাতিয়াইন-রতনপুর গামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুই বোতল বিদেশি মদসহ বিজয় চন্দ্র দাস’কে গ্রেফতার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।