সুনামগঞ্জ-১ আসনের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন সুলেমান
সুনামগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ-১ আসনের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন মো.সুলেমান হোসেন। ৯০ এর গণঅভ্যুত্থানে সৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রাজপথ কাঁপানো সিলেট জেলা ছাত্রদলের সাবেক এই নেতা বিজয়ের আগাম শুভেচ্ছা এবং আসন্ন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের নতুন বার্তা দিলেন সিলেট মহানগরের এই বিএনপি নেতা।
তিনি বলেন- লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। বিজয়ের মাসে সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি। রবিবার (১৫ ডিসেম্বর) এ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় এ বার্তা দেন তিনি।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাওরাঞ্চলে জন্মগ্রহণ করা স্বচ্ছ রাজনীতির কিংবদন্তি সুলেমান হোসেন বলেন, যে সময়কে পেছনে ফেলে আজ আমরা নতুন দিনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছি, সে সময়ের যাবতীয় অর্জন আমাদের সম্মুখ যাত্রার শক্তিশালী সোপান হিসেবে কাজ করবে। তাই নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণ আর বিজয়ের মাসে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের সোপান রচনা করার অনুপ্রেরণা।
উল্লেখ্য, শিক্ষাজীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে বেড়ে ওঠা সুলেমান হোসেন পরিচ্ছন্ন রাজনীতির ধারক-বাহক হিসেবে দলকে সুসংগঠিত করতে প্রাণপণ চেষ্টা করে আসছেন সেই থেকে। জেল-জুলুম আর অসহনীয় নির্যাতনেও তাকে দলছুট করতে পারেনি। মাথানত করেননি কোন অপশক্তির কাছে। নিভৃতচারী পরোপকারী মহান এই ব্যক্তি বর্তমানে সিলেট মহানগর বিএনপি নেতা।
রাজনীতির সহযোদ্ধা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে জন্মস্থান সুনামগঞ্জ জেলায় গড়ে তুলেছেন ইলিয়াস সন্ধান পরিষদ। সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক তিনি। পূণ্যভূমি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এমসি কলেজের সাবেক সভাপতি সুলেমান হোসেন সিলেট জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, সিলেট মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হয়ে রাজনীতির ইতিহাসের অমলিন নাম হয়ে আছেন সুলেমান হোসেন।