তাহিরপুর ছাত্রলীগের সভাপতি ইমনসহ গ্রেফতার ৪
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আশ্রাউল জামান ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। সে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের ভাগ্নে ও বদিউজ্জামানের ছেলে।
রোববার মধ্যরাতে বাড়ির সামনের শনির হাওরের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ইমনের সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করা হয়েছে। এরা হচ্ছেন-উপজেলার মঞ্জুর আখঞ্জির ছেলে ইশতিয়াক আখঞ্জি রাহি, একই এলাকার শামসুল হকের ছেলে মো. মুরাদ মিয়া ও ভাটি তাহিরপুরের লকুদ মিয়ার ছেলে মাকসুদ হোসেন।
তাহিরপুর থানার ওসি মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, ইমন মধ্যরাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছেলেদের নিয়ে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ বিষয়ে তার নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।