নানা আয়োজনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত
শাবিপ্রবি প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল আটটায় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, শাবি জিয়া পরিষদ, শাবিপ্রবি কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতি, শাবি প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, বিভিন্ন দপ্তর ও বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্যারিয়ারভিত্তিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরআগে সকাল পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে কালো জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.এম সরওয়াদ্দিন চৌধুরী ও সহকারী উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম।
মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্তর থেকে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার শুরুতে উপাচার্য মুক্ত আকাশে বেলুন উড়ান। এসময় সবার মাঝে বিজয়ী ক্যাপ বিতরণ করা হয়। শোভাযাত্রাটি শিক্ষাভবন ই’এর সামনে থেকে এসে গোলচত্তরে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ফয়সল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপাচার্য বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারকে দায়িত্ব দিব যেন গবেষণা ভিত্তিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বের করে। স্বাধীনতার ঘোষণা নিয়ে স্পষ্ট হওয়া দরকার। এটাকে একদম দলীয়করণ করা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সবার দায়িত্ব।”
“দীর্ঘদিন স্বাধীনতার ইতিহাসকে এককেন্দ্রিক করে বিকৃত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণরা যেই নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে সেটা আমাদের বুকে ধারণ করতে হবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাঈল হোসেন। এতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ : আওয়ামী-সেকুলার রাজনৈতিক বয়ান এবং ঐতিহাসিক-রাজনৈতিক ঘটনা ও বাস্তবতা’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। সভায় আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আল আমিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. এসহাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে সকাল সাড়ে ১০টায় বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কর্মচারীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদে জোহর শহিদ মুক্তিযুদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।