গ্রাফিতির উপর জয় বাংলা শ্লোগান!
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল ৫ আগষ্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পরিবর্তনের ছোঁয়ায় বদলে যায় সুনামগঞ্জ জেলা শহরের প্রতিটি দেয়ালের রূপ। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তুলেন বিপ্লবী শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে দেয়া হয় প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বহু বার্তা। আওয়ামী লীগ ও হাসিনাবিরোধী ছবি, গ্রাফিতি অঙ্কন করে ছাত-জনতা। কিন্তু মহান বিজয়ের দিনে দেখা মিলল ভিন্ন চিত্র। গ্রাফিতির উপর সদ্য জাতীয় শ্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ লেখা হচ্ছে গ্রাফিতির উপর।
সুনামগঞ্জ জেলা শহরের রিভারভিউ দেয়ালে গত দুদিন ধরে (১৪-১৫ ডিসেম্বর) কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। তাদের ধারণা- এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, রাতের আঁধারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদে গ্রাফিতি নষ্ট করলো। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বলেন, আমরাও হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইবো সরকারিভাবেই যেনো একটা ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, তারা গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। তারা কেন আমাদের চেতনার উপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ। একই কথা বলছেন সদস্য সচিব মেহেদী হাসান সাকিব।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ধরনের কাজ যারা করেছে তাদের শনাক্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে।