নানান আয়োজনের মধ্য দিয়ে তাহিরপুরে বিজয় দিবস পালিত
তাহিরপুর প্রতিনিধি
নানান আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে। সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা ষ্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। পরে কুচকাওয়াজ পরিদর্শন করে শান্তি প্রতীক কবুতর মুক্ত করার পর সালাম গ্রহণ করেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরদ প্রদর্শন করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদ উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াত ইসলামী আমীর রুকন উদ্দিন, মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন, শিক্ষক,শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। পরে বিজয় মেলা পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।