বড়লেখায় ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকালে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী, রাজনৈতিক, এনজিও এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মৌলভীবাজারের বড়লেখায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এবার বিজয় দিবস ২০২৪ উদযাপনে বড়লেখায় ছিল ব্যতিক্রমী আয়োজন। দীর্ঘ কয়েক বছর পর রাজপথে ছিল বেশকিছু নতুন মুখ এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সকল কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল প্রমুখ।
এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মূখে দিনব্যাপী আয়োজিত বিজয় মেলায় ১০ টি স্টলে শিশুদের খেলনা, নিউ সমনভাগ চা বাগানের ব্ল্যাক টি , শীতলপাটি ও বাঁশ বেতের গৃহসরঞ্জাম, ধুচনির দই, উপজেলা শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গয়না ও প্রসাধনী, পিঠাপূলি, ক্ষুদ্র কুটির শিল্প ও আগর আতর স্টল।
এর মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রদর্শনী এসব আয়োজনে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
এদিকে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও প্রচারাভিযান করতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সম্পর্কে আরও সচেতন করবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এছাড়াও বিজয় মেলার মাধ্যমে বড়লেখার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি।