সুনামগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন
রাজু আহমেদ রমজান
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে বিভাগীয় পর্যায়ে যাচ্ছে সুনামগঞ্জের ৬০ জন বিজয়ী শিশু-কিশোর। সেখানে বিজয়ী হলে পরবর্তীতে জয়ের মালা নিয়ে আসতে অংশগ্রহণ করবে জাতীয় পর্যায়ে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার ১শ ৩০ জন শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয় ৬০ জন।
সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় চলে তুমুল প্রতিযোগীতা। এরপর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলহেরা জামেয়া ইসলামীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. তোফায়েল আহমদ খান। ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. আশরাফ উদ্দিনের পরিচালনায় ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিচারকগণ এসময় উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, বিভাগীয় পর্যায়ে শীঘ্রই অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় যাচ্ছে সুনামগঞ্জের বিজয়ী ৬০ জন শিশু-কিশোর। তাঁর প্রত্যাশা, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের মুকুট নিয়ে ফিরবে সুনামগঞ্জের শিশু-কিশোর।