বড়লেখায় ইমাজিন ফাউন্ডেশনের মহান বিজয় দিবস উদযাপন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ইমাজিন ফাউন্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টায় কোর্ট সংলগ্ন স্থানীয় কার্যালয়ে ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মুন্সী শরীফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব ও সমন্বয়ক কবি মো: শহীদ-উল ইসলাম প্রিন্স, ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হাকিম ইমন, সঙ্গীত শিল্পী মুজিবুর রহমান এবং ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুল হাফিজ প্রমুখ।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।