এমসি কলেজে ডিগ্রি ক্লাবের নতুন কমিটি গঠন
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ডিগ্রি ক্লাবের প্রথম কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) নতুন এই কমিটির অনুমোদন দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ও ডিগ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক শাহনাজ বেগম এবং প্রভাষক আব্দুর রাজ্জাক।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডিগ্রী ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রিহান আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে একই সেশনের তানিয়া ইসলাম।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে রায়হান আহমদ ( ২০-২১), সহ সভাপতি হিসেবে মো. আবদুল কাদের সজীব (২০-২১), শেখ সানজিদা রশিদ (২০-২১), মোহাম্মদ আলী জাবের (২০-২১), আকাশ আহমদ (২০-২১), ওসমান গনি (২১-২২)।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রুহুল আমীন (২০-২১), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে লিলি আক্তার (২০-২১), নিলয় হাসান (২০-২১), ইমরানা আক্তার (২০-২১), মাহমুদুর রহমান (২০-২১), জুবায়ের আহমদ শফি (২১-২২)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহাগ আলম (২১-২২), সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম আজাদ (২১-২২), জিয়া উদ্দিন চৌধুরী (২১-২২), তানজিল ইসলাম ইসহাক (২১-২২), রিপন আহমদ (২১-২২) জুবায়ের আহমদ (২১-২২), ফজলে রাব্বি হিমেল (২১-২২), মনোয়ার হোসেন মামুন (২১-২২)।
অর্থ সম্পাদক হিসেবে কামরুল হক মিজান (২০-২১), সহ অর্থ সম্পাদক হিসেবে লাভলী নাহার (২১-২২), তাহমিম আহমদ (২১-২২), শিক্ষা বিষয়ক সম্পাদক মমতা আক্তার তানিয়া (২০-২১), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মিলাদ আহমদ(২০-২১), দপ্তর সম্পাদক সৈয়দ রায়হান আলম (২১-২২), সহ দপ্তর সম্পাদক পাহেল মিয়া (২২-২৩)।
প্রচার সম্পাদক হিসেবে আবদুল মুহাইমিন (২১-২২), সহ প্রচার সম্পাদক সাকিব আহমেদ (২১-২২), মিম আক্তার (২২-২৩), ক্রীড়া সম্পাদক মাসুদ আহমেদ পরশ(২২-২৩), সহ ক্রীড়া সম্পাদক সৌকত আলী ইমন (২২-২৩), ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল মজিদ (২২-২৩), সহ ছাত্র বিষয়ক সম্পাদক অজয় দাশ (২২-২৩), ছাত্রী বিষয়ক সম্পাদক শামীমা আক্তার প্রিয়া (২১-২২), সহ ছাত্রী বিষয়ক সম্পাদক মারজানা বেগম (২২-২৩), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিয়া মণি (২০-২১), সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক টুম্পা রানী দে (২২-২৩), সাহিত্য ও প্রকাশ্য সম্পাদক আমিনুল ইসলাম (২২-২৩), সহ সাহিত্য ও প্রকাশ্য সম্পাদক কাওছার আহমদ (২১-২২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইউসুফ মাহাদি রাফি (২২-২৩), সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল কাইয়ুম (২২-২৩)।
এছাড়া কমিটিতে কার্যকরী সিনিয়র সদস্য হিসেবে শিপন আহমদ (২০-২১), তামিম আহমদ (২০-২১), শোভন সিংহা (২০-২১), শান্ত হোসাইন (২০-২১), মোঃ করিম আহমদ (২০-২১) ও সদস্য হিসেবে নূরী, খাদিজা জেনি, সুহেল আহমদ, সাজ্জাদুর রহমান রিপন, প্রনয় দাস, মাইশা মায়মুনা, স্বপ্ন মীর।