বিজয় দিবস উপলক্ষে বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
আজ পৌর শহরের হলি লাইফ (প্রাঃ) হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীকে ৪র্থ বারের মতো স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সদস্য গোলাম মুহি উদ্দিন।
গোলাম মুহি উদ্দিনের স্বেচ্ছায় রক্তদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিসচা বড়লেখা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রতি বারের মতো এবারো মহান বিজয় দিবস উপলক্ষে নিসচা তিন দিনব্যাপী জনহিতকর কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। স্বেচ্ছায় রক্তদানসহ আরও অন্যান্য জনহিতকর কর্মসূচি পালন করা হয়েছে। তাছাড়া নিসচা শুধু সড়কে নয়, সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে।