ভারতের পার্লামেন্টে বিজেপি-কংগ্রেস এমপিদের হাতাহাতি
দৈনিকসিলেটডেস্ক
ভারতের পার্লামেন্ট লোকসভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের এমপিদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আম্বেদকর তো ফ্যাশন’-এমন মন্তব্যের জেরে পার্লামেন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।অমিত শাহ বলেন, ‘এখন আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…’ বলা ফ্যাশনে পরিণত হয়েছে। যদি তারা (বিরোধী দল) এতবার ভগবানের নাম নিত, তাহলে তারা স্বর্গে জায়গা পেত।’ এই মন্তব্যে বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানায়। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এর প্রতিবাদে নেতৃত্ব দেয় এবং অমিত শাহের ক্ষমা চাওয়া ও পদত্যাগের দাবি তোলে।
এরপর বিজেপি ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে পার্লামেন্ট ভবনে প্রবেশে বাধা দেয়। প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদ চলাকালীন বিজেপির দুই এমপি প্রতাপ সারেঙ্গি এবং মুকেশ রাজপুত ‘গুরুতর আহত’ হয়েছেন। রাহুল গান্ধীর কারণে তারা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরন রিজিজু। রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘কোন আইনে তিনি অন্য এমপিদের শারীরিকভাবে আঘাত করতে পারেন?’ বিজেপির দাবি, কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী তার সমর্থকদের দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।
জবাবে রাহুল গান্ধী বলেছেন, মূলত বিজেপি এমপিরা তার পার্লামেন্টে প্রবেশ আটকে দেওয়ার চেষ্টা করছিলেন। তাকে এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দিচ্ছিলেন, যার ফলে সংঘর্ষ বাধে। তিনি বলেন, ‘এই ধাক্কাধাক্কিতে আমরা প্রভাবিত হই না। এটা সংসদ। আমাদের ভেতরে যাওয়ার অধিকার আছে।’