তাহিরপুরে তথ্য কমিশনের মতবিনিময় সভা
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশন সচিব মো. আরিফ। এছাড়া অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ তথ্য কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন, উপ-পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জুনাব আলী প্রমুখ।