পেসারদের কৃতিত্ব দিলেন চ্যাম্পিয়ন রংপুরের অধিনায়ক
দৈনিকসিলেট ডেস্ক :
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে রানবন্যা। প্রথম ম্যাচে দুই ইনিংসে ৩৫৩ রান। পরের ম্যাচে আরো বেশি। দুই দল মিলিয়ে করে ৪১২ রান।
অথচ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষটা হলো রানখরায়।
সিলেটে গতকাল ফাইনালে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো, যা স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে তৃতীয় সর্বনিম্ন রান। ৬৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও বিপদে পড়ে রংপুর। শেষ পর্যন্ত অবশ্য ৫ উইকেটে জিতে শিরোপা-উল্লাস করেন আকবর আলিরা।
ট্রফি জয়ের পর অধিনায়ক আকবর কৃতিত্ব দিলেন পেসারদের, ‘আমাদের পেসাররা টুর্নামেন্টজুড়ে অসাধারণ বোলিং করেছে। তার পরও আমার মনে হয়েছে, ফাইনালের জন্য তারা নিজেদের সেরাটা রেখে দিয়েছিল।’
রংপুরের পেসার মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবুর বোলিং তোপে মেট্রোর ব্যাটাররা থিতু হতে পারেননি। শামসুর রহমান (১৪) ও আবু হায়দার (১৩) ছাড়া দলটির আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি।
মুকিদুল-আলাউদ্দিন দুজনই নেন ৩টি করে উইকেট। রান তাড়ায় ১৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। সেই চাপ কাটিয়ে জিতেছেন আকবররা।