তৌহিদুল ইসলাম’র ২য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর ছলিমগঞ্জ তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে করা হয়েছে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুনা বেগম এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী জনতা ব্যাংকের ম্যানেজার সালাহ উদ্দিন, সেলিম আহমদ চৌধুরী, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, মোহাম্মদ আলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, চেরাগ আলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান চৌধুরী আলম, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম সভাপতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, মাওলানা আব্দুল বাসিত, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, মহিবুল চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, আফিকুল ইসলাম হেলাল, পিন্টু ঘোষ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ, অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা প্রতিষ্ঠাতা পরিবারের উদ্যোগে বিদ্যালয়টি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হওয়ার প্রশংসা করেন। এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার এবং কলম বিতরণ করা হয়।
পরিশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।