দেউন্দি শাপলা বিলে সংগীত শিল্পীর উপর হামলা, থানায় অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগানের শাপলা বিলে গানের সুটিং গিয়ে শামীম সিদ্দিকী নামে এক সংঙ্গিত শিল্পী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় (২৫ ডিসেম্বর) রাতে লোকমান খান (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
লোকমান খান হলহলিয়া গ্রামের মৃত আইয়ুব খানের পুত্র।
অভিযোগে তিনি উল্লেখ করেন বুধবার বিকালে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা-বাগানের শাপলা বিলের উত্তর পূর্ব পাশে পাবলিক পর্যটন এরিয়ায় গানের স্যুটিং এর ভিডিও চিত্র ধারন করছিলেন।এসময় ভিডিও করাবস্থায় লোকমান খান তাহার ব্যবহৃত মোবাইল ফোনে লাইভে এসে ওই শিল্পির নাম ধরিয়া অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে ওই শিল্পি প্রতিবাদবকরলে লোকমান খাঁন ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে জখম করে। তার শোরচিৎকারে আশপাশ লোকজন তার কবল থেকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। সংঙ্গিত শিল্পি শামীম সিদ্দিকী বলেন, আমি একজন ফোক বাউল শিল্পী ঘটনার সময়ে আমি আমার ক্যামেরা পার্সন সহ সেখানে নৌকাযোগে একটি গানের শুটিং করছিলাম। ওই সময়ে লোকমান আমার উপর হামলা করে। এক পর্যায়ে সে নগদ টাকা ও আমার ক্যামরাম্যানের SONY A6400 ভিডিও ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙ্গে ফেলে। তিনি পর্যটন এলাকায় এ ন্যক্কারজনক হামলার বিচার চান। থানার ওসি মোহাম্মদ নুর আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবীন মিয়া বলেন, যেহেতু ওই এলাকার নানান অপরাধ সংক্রান্ত অভিযোগ আসছে, তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ওই স্পর্ট বন্ধ করে দেয়া হবে।