জাপানে ভয়াবহ আগুনে ৩৪ কুকুর প্রাণ গেল
দৈনিকসিলেট ডেস্ক :
জাপানে ভয়াবহ আগুনে ৩৪টি ছোট কুকুরের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরের দ্বীপ হোক্কাইডোর একটি প্রজননকেন্দ্রে স্থানীয় সময় বুধবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চিটোসে শহরের ফায়ার স্টেশনের এক কর্মকর্তা এএফপিকে জানান, মধ্যরাতের কিছু পর শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণকর্মীদের প্রায় চার ঘণ্টা লেগেছে।
আগুনে বিভিন্ন জাতের ৩৪টি ছোট কুকুর প্রাণ হারিয়েছে।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, ওই কেন্দ্রে প্রায় ৭০ থেকে ৮০টি কুকুর রাখা হয়েছিল, যাদের মধ্যে ডাচসুন্ড ও পুডল জাতের কুকুরও ছিল।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেন্দ্রটির মালিক তদন্তকারীদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি একটি চুলায় ‘কিছু কাঠ যোগ করেছিলেন’। স্থানীয় সম্প্রচারমাধ্যম হোক্কাইডো কালচারাল ব্রডকাস্টিং এ তথ্য জানিয়েছে।