সুনামগঞ্জে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরতলীর ষোলঘর স্টেডিয়ামে বানিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে মানববন্ধন চলে। অ্যাড. জিয়াউর রহমান পীর এর পরিচালনায় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম সেফু, মতিয়া বেগম, মাসুদুল হক সুমেলসহ অনেকে।
বক্তারা বলেন, শহরতলীর ষোলঘর এলাকা হচ্ছে একটি আবাসিক এলাকা। খেলার মাঠের চারপাশে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। সেখানে মেলা হলে গান-বাজনার উচ্চ শব্দের কারণে বৃদ্ধ মানুষের কষ্ট হওয়ার পাশাপাশি রোগীদের সমস্যা হয়। পড়াশুনায় অসুবিধা হয় শিক্ষার্থীদের। অন্যদিকে ছেলে-মেয়েদের খেলাধূলা বন্ধ হয়ে যায়। মেলার কারণে ষোলঘর এলাকায় তীব্র যানজট হয়। ফলে আমাদের অফিস-আদালতে যথাসময়ে যেতে সমস্যা হয়। সময়মতো পৌঁছতে পারে না স্কুল-কলেজগামী শিক্ষার্থীবৃন্দ।
মেলার প্রতি সমর্থন জানিয়ে বক্তারা বলেন, আমরা চাই মেলা হোক তবে ষোলঘর স্টেডিয়ামে নয়। মেলা বন্ধ করতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছি। আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। বিষয়টি দেখবেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু আমরা দেখলাম বুধবার মেলা উদ্বোধন করা হয়েছে। আমাদের সাথে ঠাট্টা করা হচ্ছে। আমরা মানববন্ধন থেকে বলতে চাই, এই মেলা বন্ধ করতে হবে। নয়তো আমরা আগামীকাল শুক্রবার মসজিদে মসজিদে ইমাম- মুয়াজ্জিনদের মাধ্যমে জানিয়ে দেব। যদি মেলা বন্ধ না হয়, তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তাগন।