যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীনকে বিমানবন্দরে সংবর্ধনা
দৈনিকসিলেট ডেস্ক :
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন শাহীন স্বপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন করলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হয় বিশাল গণ সংবর্ধনা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অসংখ্য নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজম খান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আবু সাইদ শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মুমিন, সিলেট সদর উপজেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, মিছবাহসহ অসংখ্য নেতা কর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।