বিত্তবানদের শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন: আব্দুল হান্নান
বিশ্বনাথ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়েবে আমীর বিশ্বনাথ ওসমানী নগরের মাটি ও মানুষের প্রিয় মানুষ অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, বাংলাদেশে প্রচন্ড শীতে কুপোকাত। তাই এই দুর্যোগ মুহূর্তে সকল শীতার্ত মানুষের সাহায্যে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার প্রয়োজন। জন্য উদাত্ত্ব আহবান জানান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীতার্ত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এসব কথা বলেন তিনি।
খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মজলিসে শুরার সদস্য বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, বায়তুল মাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কামাল হোসাইন, আবুল কালাম, মাষ্টার ওয়াইছ মিয়া, আব্দুল হেকিম, আব্দুল হেকিম, আব্দুল ওয়াহিদ, মাহফুজুল ইসলাম নাহিদ, আল আমিন, খালেদ আহমেদ, তাজ উদ্দিন, জাহেদুর রহমান, খালেদ আহমেদ মাসুম, রফিকুল ইসলাম রাসেল প্রমূখ।