প্রাচীন সমাধিক্ষেত্রে অভিজাত তলোয়ারের সন্ধান
দৈনিকসিলেটডেস্ক
যুক্তরাজ্যের কেন্টের একটি গ্রামীণ এলাকায় অ্যাংলো-স্যাক্সন যুগের সমাধিক্ষেত্র থেকে অসাধারণ একটি তলোয়ার আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর এই তলোয়ারটি রূপা ও সোনার কারুকাজ করা এবং এতে খোদিত রয়েছে রুনিক লিপি। এমনকি এর কাঠের তৈরি মুঠি ও বেভার-ফারের আবরণও সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। বিশেষজ্ঞরা একে সাটন হু’র মতো গুরুত্বপূর্ণ অস্ত্রের সঙ্গে তুলনা করছেন।
এখন পর্যন্ত ১২টি সমাধি খনন করা হয়েছে, যেখানে আরও প্রায় ২০০টি সমাধি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, এ সমাধিক্ষেত্রটি একসময় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান ছিল। প্রতিটি পুরুষের কবর থেকে অস্ত্র যেমন বর্শা ও ঢাল পাওয়া গেছে, আর নারীদের কবরে পাওয়া গেছে অলংকার ও বক্লের মতো জিনিসপত্র।
প্রত্নতাত্ত্বিক দলের নেতা প্রফেসর ডানকান সেয়ার জানান, এই তলোয়ারটি অভিজাতশ্রেণির জন্য তৈরি, যা অ্যাংলো-স্যাক্সন যুগে এক অনন্য প্রতীক ছিল। তলোয়ারের হাতলে থাকা রিং সম্ভবত কোনো শপথ বা গুরুত্বপূর্ণ প্রতীক নির্দেশ করে। একই কবরে একটি সোনার লকেট পাওয়া গেছে, যা সম্ভবত কোনো নারী আত্মীয়ের স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়েছিল।
উদ্ধারকৃত সামগ্রীগুলো এই অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের পরিবর্তন নির্দেশ করে। বিশেষত, ষষ্ঠ শতাব্দীর কবরে পাওয়া সামগ্রীগুলো ফ্রাংকিশ এবং স্ক্যান্ডিনেভিয়ান উৎসের। এসব প্রমাণ অ্যাংলো-স্যাক্সন যুগের ব্যাপক অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের চিত্র তুলে ধরে।
তলোয়ারসহ অন্যান্য সামগ্রীগুলো বর্তমানে সংরক্ষণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এগুলো ভবিষ্যতে ফোকস্টোন মিউজিয়ামে প্রদর্শিত হবে। এই আবিষ্কার সম্পর্কে বিস্তারিত বিবরণ দেখা যাবে বিবিসি টু’র আসন্ন সিরিজ ‘ডিগিং ফর ব্রিটেন’-এ।