ইরানে নারী ভক্তকে আলিঙ্গন, ফুটবলারকে নৈতিকতা কমিটির তলব
দৈনিকসিলেটডেস্ক
নারী ভক্তকে জড়িয়ে ধরায় ইরানের জাতীয় দলের এক খেলোয়াড়কে তলব করেছে দেশটির ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) ইরানের স্থানীয় সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ঘরোয়া লীগের একটি ম্যাচ শুরুর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রামিন রেজাইয়ান এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন। তবে রামিন রেজাইয়ান নামের ওই খেলোয়াড়কে তলবের ঘটনায় দেশটির ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত মন্তব্য করেনি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রেজাইয়ান দেশটির তেহরানের ইস্তেগলাল ক্লাবে খেলেন। গতকাল দেশটির মধ্য ইয়াজদ প্রদেশের চাদোরমালু ক্লাবের বিরুদ্ধে তাঁর ক্লাবের খেলা ছিল। খেলা শুরুর আগে তিনি এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন। ইরানের ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি রামিন রেজাইয়ানকে তলব করেছে। তবে তাকে তলব করার ঘটনায় ইরানের ফুটবল ফেডারেশন এখন কোনো মন্তব্য করেনি।
৩৪ বছর বয়সী রেজাইয়ান ইরানের হয়ে এরই মধ্যে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এই ইরানি ডিফেন্ডার কাতার ও বেলজিয়ামের ফুটবল ক্লাবেও খেলেছেন।
ইরানে ইসলামি আইন অনুযায়ী, ঘনিষ্ঠ আত্মীয় না হলে নারী-পুরুষের মধ্যে শারীরিক সংস্পর্শে আসা নিষিদ্ধ। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের ফুটবল খেলার মাঠে যাওয়া সাধারণভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু ২০২২ সালের আগস্টে চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে নারীদের ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ৪০ বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এ ধরনের ঘটনা এটাই প্রথম।