সুনামগঞ্জে ‘জাসাস’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সুনামগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাস জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জাসাস এর সভাপতি ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম এর পরিচালনায়, বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদের আহমদ, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জাসাস এর যুগ্ম আহবায়ক মানিক উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন-সৈরাচার হাসিনা সরকারের আমলে রাজনীতিবিদদের পাশাপাশি মামলা-হামলা থেকে রেহাই পায়নি সাংস্কৃতিক কর্মীরাও। এরই ধারাবাহিকতায় বেবি নাজনীন, কনকচাঁপা, মনির খাঁন এমনকি জাসাস এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শিক্ষাবিদ শেরগুল আহমেদ সহ সংগীতশিল্পীরা নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। প্রেতাত্মা সরকার পতনের কারণে আজ প্রাণখুলে কথা বলছেন বাংলার জনগন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাসাস শিল্পীবৃন্দ ও স্থানীয় সংগীতশিল্পীবৃন্দ।