সিলেটে হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট থানার হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল র্যাব-৯, সিপিএসসি একটি দল রাত সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ থানাধীন এতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, দ্বারীখেল গেয়ানঘাটের বাসিন্দা সিরু মিয়ার স্ত্রী সালিমা বেগম ও ছেলে কালা মিয়া।
সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিদের সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। গোয়াইনঘাট থানার হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।