আলোর ফেরিওয়ালা ইনুর শীতবস্ত্র বিতরণ
দৈনিকসিলেট প্রতিবেদক
আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনুর উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট নগরীতে অসহায় দরিদ্র ও কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু বলেন, আমাদের দেশে প্রচন্ড শীতে দরিদ্র মানুষেরা পাশে দাড়ানো উচিত। তাই এই মুহূর্তে সকল শীতার্ত মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার প্রয়োজন। স্বেচ্ছাসেবী সকল সংগঠন অতীতের মতো বর্তমানে এগিয়ে এসেছে অনেক সামাজিক সংগঠন। আগামীতে শীতার্তদের মধ্যে আমার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি দলনেত্রী মুন্নি বেগম, শাহীন আহমেদ, অজিত চন্দ, খালেদ আহমদ, সিলেট ক্যাডেট ক্যাম্পাস হাই স্কুল শিক্ষার্থী ইমরান হোসেন রিয়াদ প্রমুখ।