আর্জেন্টিনা, স্পেনের বছরে রদ্রির চমক
দৈনিকসিলেট ডেস্ক :
স্পেনের মিডফিল্ডার রদ্রির জন্য বছরটা কেটেছে স্বপ্নের মতো। স্পেনকে ইউরোর শিরোপা এবং ম্যানচেস্টার সিটিকে লিগ ট্রফি জেতাতে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। সুবাদে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে হতাশায় ডুবিয়ে প্রথমবার ব্যালন ডি’অরের স্বাদ পেয়েছেন তিনি। কিন্তু ২৮ অক্টোবর ব্যালন ডি’অরের পুরস্কার নিতে ক্র্যাচে ভর করে প্যারিসের মঞ্চে উঠতে হয়েছে তাকে।ইনজুরিতে না পড়লে এমন মুহূর্ত নিশ্চয়ই আরো ঝলমলে হতো তার জন্য।
ঝলমলে বছরই কেটেছে স্পেন এবং আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছেন লিওনেল মেসিরা। মহাদেশীয় টুর্নামেন্ট ছাড়াও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তারা।
র্যাংকিংয়ে শীর্ষে থেকেই আরেকটি বছর শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনও যেমন পুনরুদ্ধার করেছে ইউরোর শিরোপা। এক যুগ পর তারা ইউরোপসেরার স্বাদ পেয়েছে। ফাইনালে ইংল্যান্ডকে হারায় ২-১ গোলে।
আরেকটি ফাইনাল হেরে ইংলিশদের অপেক্ষা আরো বেড়েছে। একই বছর স্প্যানিশরা ঘরে তুলেছে অলিম্পিক ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনায় চুমু আঁকেন স্পেনের ফুটবলাররা।
এ বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আনহেল দি মারিয়া, টনি ক্রুস, টমাস মুলার, ম্যানুয়েল নয়ার। দি মারিয়া, নয়ার ও মুলাররা ক্লাব ফুটবলে খেলা চালিয়ে গেলেও জার্মান মিডফিল্ডার ক্রুস ফুটবলই ছেড়ে দিয়েছেন।
ওদিকে আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা দিতে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। দেশ কিংবা ক্লাবের হয়ে এ বছর ট্রফি না এলেও প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ৯০০ গোলের গণ্ডি টপকেছেন তিনি। এখন হাজার গোলের খোঁজে আছেন রোনালদো। বর্তমানে ক্লাব ও দেশ মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৯১৬।
ক্লাব ফুটবলে আরেকবার মুন্সিয়ানা দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের রাজারা ঘরে তুলেছে ১৫তম শিরোপা। বছরের শেষে এসেও শিরোপা জিতেছে রিয়াল। ফিফা আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে রিয়াল। এ বছরের সবচেয়ে বড় দলবদলের সঙ্গেও জড়িয়ে আছে রিয়ালের নাম। তারা যে দলে ভিড়িয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে। ব্যালন ডি’অর জেতার স্বপ্নে আঘাত পেলেও বছরের শেষটায় এসে ফিফা দ্য বেস্টের ট্রফিতে চুমু এঁকে বেদনা ভুলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে রিয়ালকে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ জেতাতে অনবদ্য অবদান রাখেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
মেয়েদের ফুটবলে একই সঙ্গে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে বাজিমাত স্পেনের আইতানা বোনমাতির। ২০২৩ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ জিতেছেন মোট চারটি ট্রফি। আরেকটি বিশ্বকাপের আসর বসবে এশিয়ায়। ডিসেম্বরের শুরুতেই ফিফা জানায়, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব।