দ্বিতীয় বিয়ের হুমকি, স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা স্ত্রীর!
দৈনিকসিলেটডেস্ক
ঘটনাটি ভারতের। দেশটির ছত্তিশগড়ে ঘটেছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সন্তান জন্ম দিতে না পারলে আরেকটি বিয়ে করবেন বলে স্ত্রীকে হুমকি দিয়েছিলেন বলিরাম মাঁঝি নামের এক ব্যক্তি। এর জেরে স্ত্রীর হাতে খুন হতে হয়েছে তাকে। স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
প্রতিবেদনে বলা হয়, সন্তান নিয়ে স্ত্রীকে প্রায়ই কথা শোনাতেন বলিরাম মাঁঝি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। কিন্তু গত বুধবার সেই অশান্তি চরমে ওঠে। সেই সময় বলিরাম তার স্ত্রীকে আবার সন্তান নিয়ে কথা শোনান। স্বামীর মুখে আবার দ্বিতীয় বিয়ের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন ওই নারী। তারপরই বলিরামকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেন এবং বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, বলিরামের এক আত্মীয় তার বাড়িতে আসেন। দৃশ্য দেখে তিনি চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেন। বলিরামের নিথর মরদেহ বারন্দায় পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে। তার স্ত্রীকে সেখানে কোথাও দেখা যায়নি। প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বলিরামের স্ত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সরগুজার পুলিশ সুপার (এসপি) অমূলক সিং ধিলোঁ জানিয়েছেন, খুনের অস্ত্র উদ্ধার হয়েছে। বলিরামের স্ত্রীর খোঁজ চলছে। তিন বছর আগে বিয়ে হয়েছিল বলিরামের। সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো। সূত্র: ইন্ডিয়া টুডে